রুশ বিপ্লবের শিক্ষাকে পাথেয় করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই জোরদারের আহ্বান

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন



রুশ বিপ্লবের শিক্ষাকে পাথেয় করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই জোরদারের আহ্বান
সিলেটে সাম্যবাদী আন্দোলনের আলোচনা সভায় কমরেড শুভ্রাংশু চক্রবর্তী

রুশ বিপ্লবের আলোচনা সভায় বক্তব্য দেন কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।

রুশ বিপ্লবের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘রুশ বিপ্লবের শিক্ষাকে পাথেয় করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই জোরদার করতে হবে।’ তারা বলেন, ‘১৯১৭ সালে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিকশ্রেণি ও নিপীড়িত জনগণ রাষ্ট্রক্ষমতা দখল করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।’

আজ রবিবার (২১ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে মহান রুশ বিপ্লবের ১০৪তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভাপূর্ব শোভাযাত্রা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এসে শেষ হয়। 

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।

আলোচনা সভায় কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘১৯১৭ সালে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিকশ্রেণি ও নিপীড়িত জনগণ রাষ্ট্রক্ষমতা দখল করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। অবসান ঘটিয়েছিল যুগ যুগ ধরে চলমান শোষণমূলক ব্যবস্থার।’ সে মহান বিপ্লবের অবিনাশী শিক্ষা আজও সারা দুনিয়ার মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যোগায় মন্তব্য করে কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘ফ্যাসিবাদী শাসন ও পুঁজিবাদী শোষণে বাংলাদেশের মানুষ আজ জর্জরিত। সরকারের গণবিরোধী বিভিন্ন সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠেছে।’ নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে মানুষ যখন দিশেহারা মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ দিশেহারা যখন সেসময় সরকার ও পরিবহন মালিকেরা পরস্পর যোগসাজশের মাধ্যমে জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া বাড়িয়েছে। করোনাকালে বেকারের সংখ্যা বেড়েছে, মানুষের আয় কমেছে। অন্যদিকে ধনীদের সম্পদ আরও বেড়েছে। সরকার জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। ‘

উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কমরেড বেলাল চৌধুরী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড সিরাজ আহমেদ, সিলেট জেলার সম্পাদক ডা. হারিধন দাস, সিপিবি সিলেট জেলার নেতা সাথী রহমান, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য রিদেশ মুদি প্রমুখ।


এএফ/০৪