ছাত্রীকে ধর্ষণের হুমকি : সেই চালক-হেলপার আটক

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন



ছাত্রীকে ধর্ষণের হুমকি : সেই চালক-হেলপার আটক

বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের একটি বাসের চালক মো. রুবেল ও চালকের সহকারী মো. মেহেদী হাসানকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রবিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে র‍্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঠিকানা পরিবহনের ওই বাসের চালক মো. রুবেল ও চালকের সহকারী মো. মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

রাত ৯টায় কারওয়ানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরসি-১৮