নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
সিলেটে আগামীকাল সোমবার (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের ঘোষণায় বিপাকে পড়েছে চলমান এসএসসি ও সমামানের পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার্থীদের যানবাহন ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।
বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সিলেট শিক্ষাবোর্ডে এবার ৯১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২১ হাজার ১৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে। সিলেটে এবার পরীক্ষাকেন্দ্র ১৪৬টি। আজ সোমবার উচ্চতর গণিত (তত্ত্বীয়) ও জীব বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা রয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে। তবে ধর্মঘটের ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সিলেটের পরীক্ষার্থী ও অভিভাবকরা। যদিও শ্রমিক নেতারা বলছেন, পরীক্ষার্থী, বিদেশযাত্রী, রোগীদের বহনকারী যানবাহন ছাড় দেওয়া হবে।
দক্ষিণ সুরমার আলমপুর এলাকার অভিভাবক লাবিবা রহমান বলেন, ‘আমার ছেলের পরীক্ষা পড়েছে পাইলট স্কুলে। এখন পরিবহন ধর্মঘটে গাড়ি না পেলে আসব কিভাবে। পরীক্ষার সময় এমন অবিবেচক কর্মসূচি রাখার কোনো মানেই হয় না।’
তবে এসএসসি পরীক্ষার্থীদের গাড়ি ছাড় দেওয়া হবে জানিয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থীদের গাড়ির সামনে ‘পরীক্ষার্থী’ লেখা লাগানোর জন্য আহ্বান জানিয়েছি। ফলে পরীক্ষার্থীদের গাড়ি শ্রমিকরা আটকাবে না। একই ভাবে বিদেশযাত্রী ও রোগী পরিবহনের যানবাহনও ছাড় দেওয়ার জন্য সব শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে এ সব বিষয়ে কথা বলতে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় দাশ বলেন, ‘পরীক্ষা ঠিক নিয়মেই অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয় সম্পর্কে আমি কিছু বলতে পারব না।’
এনএইচ/আরসি-২০