নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২১
০৪:০৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২১
০৪:০৭ অপরাহ্ন
৫ দফা দাবিতে আজ সকাল ৬ টা থেকে সিলেট বিভাগে শুরু হয়েছে সর্বাত্মক পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সিলেটে বন্ধ রয়েছে বাস-মিনিনাস-মাইক্রোবাস-কার-ট্রাক-সিএনজিতালিত অটোরিকশাসহ সব ধরনের পরিবহন।
আজ সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিক দিনের চেয়ে যান বাহনের সংখ্যা কম। চলছে না বাস মিনিবাস। সিএনজিচালিত অটোরিকশা থাকলেও তা বের হয়েছে শুধু পরীক্ষার্থীদের নিয়ে। এদিকে ধর্মঘটের কারণে কেন্দ্রে আসতে ভোগান্তি পোহাতে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। যান বাহন না পেয়ে অনেকে হেটেই এসেছেন কেন্দ্রে। কেউ কেউ অর্ধেক রাস্তা হেটে আবার অর্ধেক রিকশা চড়ে এসেছেন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কোনো গাড়ি পাচ্ছেন না।
নগরের হুমায়ুন রশিদ চত্বরে গাড়ির জন্য অপেক্ষা করা শহিদ চৌধুরী বলেন, 'কয়েক ঘন্টা যাবত গাড়ির জন্য অপেক্ষায় আছি। তবে কোনো গাড়ি পাচ্ছি না। হুট করে এভাবে ধর্মঘট ডেকে মানুষরে হয়রানি করার মানে নেই।'
এনএইচ/আরসি-০৩