জৈন্তাপুরে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ২২, ২০২১
০৬:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন



জৈন্তাপুরে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে একাধিক মামলায়  ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন (৩০) ৷ 

রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের নির্দেশনায় এএসআই ইউসুফ এবং এএসআই হাকিম অভিযান পরিচালনা করে দরবস্ত বাজার থেকে সিআর মামলা নং ৪৪/১৯ এনআই অ্যাক্ট ৩৮ এর ২মাস কারাদন্ড ও ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং সিআর মামলা নং ৪৩/১৯ এনআই অ্যাক্ট ৩৮ এর ২মাস কারাদন্ড ও ২লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামী কে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মামলা তার ৪মাস জেল এবং ৩লক্ষ ৫০ হাজার টাকা আদালত জরিমানা করেছে ৷ সোমবার আদালতে প্রেরণ করা হবে ৷

আর কে/বি এন-০৪