নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২১
১২:৩২ পূর্বাহ্ন
পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট বিভাগ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। হঠাৎ ডাকা ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী। তবে মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।
আজ সন্ধ্যা ৭টায় ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টায় বিভাগীয় কমিশনার মহোদয় তাঁর কার্যালয়ে আমাদের নিয়ে মিটিংয়ে বসেবেন। যদি আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, তবে হয়তো আমরা আন্দোলনের পথ থেকে সরে আসবো ‘
৫ দফা দাবিতে সোমবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে পুরো সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তাদের দাবিগুলো হচ্ছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ‘প্রহসনের নির্বাচন’ ও ‘বিনা প্রতিদ্ধন্ধিতায়’ ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবত আদায়কৃত সকল টাকা ফেরত প্রদান, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং: বি-১৪১৮) নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিং ব্যবস্থা করা।
এএফ/০২