সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৩, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন
অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঠিকানা পরিবহন বাসচালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন করেছেন।
আজ সোমবার (২২ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম ইয়াসমিন আরা এ আদেশ দেন। সোমবার দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ মজুমদার। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর সকালে ওই শিক্ষার্থী শনির আখড়া থেকে বদরুন্নেসা কলেজের উদ্দেশে বের হয়। পথে বাসের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয় ওই শিক্ষার্থীর। বাস থেকে নামার সময় তাকে বলে একা পেলে দেখে নেবে এবং খারাপ কাজ করার কথা বলে। এর এক পর্যায়ে অজ্ঞাত কন্ডাক্টর অসৎ উদ্দেশে ওই শিক্ষার্থীর ওড়না ধরে টান দেয় এবং খারাপ কাজ করার কথা বলে।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আসামিদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন তথা অধিকতর তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।
আরসি-১১