নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন
পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২২ নভেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে সভা শেষে ধর্মঘট আগামী ৫ জানুয়ারি পর্যন্ত স্থগিতের কথা জানান পরিবহন নেতারা।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।
তিনি বলেন, ‘বিভাগীয় কমিশনার এবং ডিআইজি মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে আমরা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, ‘সিলেটের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বস্ত করায় আমরা ধর্মঘট স্থগিত করেছি। আশা করছি তারা আমাদের দাবি মেনে নিবেন।’
আরসি-১৫