নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২১
০৩:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২১
০৪:০৬ পূর্বাহ্ন
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমা ও জৈন্তাপুর উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ৬ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার করা ৬ জন বিদ্রোহী প্রার্থী হলেন, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) বিদ্রোহী প্রার্থী ও সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, জালালাপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নেছারুল হক বুস্তান, মোগলাবাজার ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম সাইস্তা, একই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং সাবেক ছাত্রলীগ নেতা শামিনুল হক শেবুল, দাউদপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নুরুল ইসলাম আলম এবং জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুর রশিদ।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান বলেন, ‘দলীয় পদে থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব ধরনের পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’
বিএ-০২