সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৩, ২০২১
০৫:০৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২১
০৫:০৪ পূর্বাহ্ন
নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-ট্যাক্স কমানো ও পুরাতন রেটে টেন্ডার আহ্বান বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঠিকাদাররা। সোমবার (২২ নভেম্বর) নগরের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে আগামী বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সিলেট সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের আহবানে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাসের সভাপতিত্বে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহসভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সাইফুর রহমান খোকন, গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার দেবাংশু দাস মিঠু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মুশফিক জায়গীরদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার এনামুল হক অপু, এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা পরিষদ ঠিকাদার সমিতির সভাপতি তোজাম্মেল হক তাজুল, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সদস্য জহির হোসেন তুহিন, আব্দুল হক, ফজলে এলাহী, অহিদুল ইসলাম তোফা, সুন্দর আলী, জামাল আহমদ, পিয়ার আহমদ, বিলাল খান, অরুন দে, জহির উদ্দিন তুহিন, রাসেল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, ২০১৮ সালের কাজের উপর ২০২১ সালে অবৈধভাবে ২ শতাংশ ট্যাক্স আদায়, ঠিকাদারদের কাছ থেকে প্রতিমাসে ভ্যাট রিটার্ন বন্ধ, ২০১৪ ও ২০১৮ সালের রেইট বন্ধ করে চলমান বাজার দর অনুসারে নতুন রেইটে টেন্ডার করার আহবান জানান।
তারা বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হিসেবে কাজ করার ফলে সরকারের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তাই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানাই আমরা।’
আরসি-০১