ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২১
০৮:০০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২১
০৯:১৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জে সার্ক হোমিও মেডিকেল ক্যাম্প এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় সিলেট শহরের স্বর্ণালী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সার্ক মেডিকেল এসোশিয়েশনের সভাপতি ডা. শৈলেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে ও ডা. নাসিমা বেগমের পরিচালনায় মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেটের ডাকের ফটোসাংবাদিক আব্দুল বাতিন ফয়সল।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন ডা.শৈলেন্দ্র কুমার দাস মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অনেক মেডিকেল ক্যাম্প দেখেছি তবে ফ্রি হোমিও মেডিকেল এই প্রথম দেখলাম।
তিনি আরও বলেন, হোমিও চিকিৎসা যদি কেউ নিতে চায় তবে তাকে ধৈর্য্যের সাথে থাকতে হবে। তবেই তার সফলতা পাওয়া সম্ভব।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা.বজেন্দ্র চন্দ্র নাথ,সাংবাদিক শহিদ আহমদ চৌধুরী, ডা. হিরন বিশ্বাস, ডা. রুজানা খানম, ডা রোমেনা বেগ, ডা.শফিবুর রহমান, ডা. রনি চন্দ, দেবব্রত দত্ত চৌধুরী, ইফতেখার শামিম ও রুজেল আহমদ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শত রোগিকে সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
এস সি/বি এন-০৪