জকিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
জকিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়জুর রহমান চৌধুরী নামের এক বৃদ্ধ মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে বেলাল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের থানাবাজার ফলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক চালক তাৎক্ষণিক পালিয়ে গেছে। নিহত ফয়জুর রহমান চৌধুরী (৭০) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া গ্রামের বাসিন্দা ও গুরত্বর আহত বেলাল আহমদ (২৭) তার ছেলে।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আড়াইটার দিকে ফয়জুর রহমান চৌধুরীকে নিয়ে তার ছেলে বেলাল আহমদ মোটরসাইকেলযোগে জকিগঞ্জ শহরের দিকে আসার পথে থানাবাজার ফলাহাট এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু'জনই গুরতর আহত হন। স্থানীয়রা পিতা-পুত্রকে দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে কর্মরত চিকিৎসক ফয়জুর রহমান চৌধুরীকে মৃত ঘোষণা করেন এবং বেলাল আহমদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, পথিমধ্যে হয়তো ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে। তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানিয়েছেন, নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ আটক করেছে।
ওএফ/বিএ-০১