গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। এসময় ৪ হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে ২ কেজি করে বীজ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় এ-উপলক্ষ্যে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠান আয়োজিত হয়।
উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পাল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হরে কৃষ্ণ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সদস্য কামাল উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মাহমুদুল হক প্রমুখ।
এফএম/আরসি-১৪