ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২১
১০:১০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২১
১০:১০ অপরাহ্ন
সংস্কার করার ২৮ দিনের মাথায় আবার ভেঙ্গে গেছে ফেঞ্চুগঞ্জ ইলাশপুর সেতুর জয়েন্ট সিলপার্ট। জানা যায় তিনদিন থেকে এভাবে উল্টে আছে ভাঙ্গা জয়েন্ট সিলপার্ট।
সরেজমিনে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে গিয়ে দেখা যায় ভাঙ্গা যে জয়েন্টে সিলপার্ট জোড়া তালি দিয়ে সংস্কার করা হয়েছিল সে জায়গাটি আবার ভেঙ্গে গেছে। এতে বিপদের সম্ভাবনা আর বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা গিয়াস মিয়া বলেন, এক মাস হইছে না কাজ করছে কিতা কাজ করলো আবার যেই সেই। ইতা তারার মন মতো মানুষ দিয়া কাজ করাইছে যার কারণে ইলা হইছে। ইতা দেখার কেউ নাই।
এ ব্যাপারে জানতে সিলেট সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সাথে আলাপকালে তিনি বলেন, কোন ব্রিজের জয়েন্ট ভেঙ্গে গেলে তা পুনরায় কাজ করা অনেক খরচ ও সময়ের ব্যাপার। তাই আমরা ঢাকা থেকে অর্ডার আসার আগে টেম্পোরারি কাজ করাই। সেটাও সেভাবে করা হয়েছে। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
এস সি/বি এন-০৯