নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন
সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর গ্রামে এটি বাড়ির তিনটি ঘর আগুনে পুড়ে গেছে।
আজ বুধবার (২৪ নভেম্বর) বেলা দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা ও দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বিদ্যুৎতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে৷ আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পর দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.বেলাল হোসেন সিলেট মিররকে বলেন, 'বিস্তারিত তথ্য কিছুক্ষণ পর দেওয়া সম্ভব হবে।'
এনএইচ/আরসি-০৯