ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এসএম মাঈন উদ্দিন যোগদান করেছেন। এরপূর্বে এসএম মাঈন উদ্দিন হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে কাজ করছিলেন।
সদ্য প্রমোশন পেয়ে তিনি সোমবার (২২ নভেম্বর) রাতে ওসমানীনগরের নবনিযুক্ত ওসি হিসেবে কর্মরত ওসি শ্যামল বণিককের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এদিকে পর পর দুবার করোনায় আক্রান্ত ওসি শ্যামল বণিককে অসুস্থকালিন বদলী হিসেবে সিলেট জেলা পুলিশে নিযুক্ত করা হয়েছে।
এসএম মাঈন উদ্দিন ইতোপূর্বেও ওসমানীনগর থানায় কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ওসমানীনগর থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসাবে যোগদান করে ২০২০ সালের ১৪ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ইউডি/আরসি-১২