মামুনুলের নিষেধ না মেনে আদালতে মুখ দেখালেন ঝর্ণা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২১
০৩:৪৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২১
০৩:৪৭ পূর্বাহ্ন



মামুনুলের নিষেধ না মেনে আদালতে মুখ দেখালেন ঝর্ণা

‘হেজাব খুলবে না ঝর্ণা, শরীয়তের নিষেধ আছে।’ ধর্ষণ মামলার বাদীকে এমন আদেশ দেওয়ার পর সবার চোখ তখন এজলাসে দাঁড়ানো সেই মামলার আসামি হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের দিকে। নিজের কথিত স্ত্রীকে এমন আদেশ দেওয়ায় কেউ টিপ্পনী কাটছিলেন আবার কেউ অবাক হয়ে তাকিয়ে ছিলেন।

আজ বুধবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. শাহিন উদ্দিনের আদালতে হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ‘কথিত’ দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণের সময় এমন নাটকীয় মুহূর্তের অবতারণা হয়। এ সময় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্যগ্রহণের শুরুতে আদালত ঝর্নার মুখের হিজাব খুলতে বলেন। এ সময় মামুনুল হক উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘শরিয়তের হুকুম, হিজাব খুলবে না ঝর্ণা।’

তবে ঝর্ণা একবার হিজাব খুলে বিচারককে মুখ দেখিয়ে ফের হিজাব দিয়ে মুখ ডেকে রাখেন। জেরা চলাকালীন ঝর্ণার দিকে বারবার তাকিয়েছেন মামুনুল হক।

আরসি-১৯