শাবিপ্রবিতে অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শাবিপ্রবি প্রতিনিধি


নভেম্বর ২৬, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। পরে আর্কিটেকচার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের ৩টি খেলার মধ্যে প্রথম ম্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৬ রানে হারিয়ে জয় পায় আর্কিটেকচার বিভাগ, এরপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৬ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ। সর্বশেষ আর্কিটেকচার বিভাগকে ১২ রানে হারিয়ে জয় পায় ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ। 

উদ্বোধনকালে অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মুহসিন আজিজ খাঁন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুজতাফিজুর রহমান, কৌশিক সাহা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফরহাদ রাব্বীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচএন/আরসি-১৯