গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ‘লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড’র জন্য ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।
লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড এর জন্য ২২ শতক ভূমি দান করেন সমাজসেবক ও আমেরিকা প্রবাসী প্রবাসী আনছার আহমদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
এসময় উপস্থিত ছিলেন - উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, ভূমি দাতা আমেরিকা প্রবাসী আনছার আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদী হাছান, মাহমুদুল হক প্রমুখ।
এফএম/আরসি-২৫