নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২১
০৪:০৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২১
০৪:০৬ অপরাহ্ন
সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৯ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
এবারের ভূমিকম্প কিছুটা দীর্ঘ ও শক্তিশালী ছিল বলে অভিমত সাধারণ মানুষের। অনেকেই এ সময় বাসা থেকে ভয়ে বের হয়ে রাস্তায় চলে আসেন। শিশুদের অনেকেই ভয়ে কান্না করতে দেখা যায়।
নগরের কাজীটুলার বাসিন্দা কবির আহমদ বলেন,'এবারের ভূমিকম্প অনেকটা সময় টের পাওয়া গেছে। আর মাত্রাও বেশি ছিল বলে মনে হয়েছে।'
প্রাথমিকভাবে এর মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১ বলে জানা গেছে। একইসাথে এর উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি বলেও জানা গেছে।
এনএইচ/আরসি-০২