জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ২৭, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০১:১০ পূর্বাহ্ন



জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দরবস্ত বাজারের ঝাড়–দার কিশোরগঞ্জ জেলার লতিকাবাদ গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কামাল মিয়া (৫৫)। অপরদিকে উপজেলার চিকনাগুল ইউপি’র কহাইগড় ১ম খন্ড গ্রামের মৃত রহমত উল্যার ছেলে মো. লায়েক মিয়া (৩৬), হারুন মিয়া (৩২) ও কয়েছ আহমদ (৩০)কে আটক করা হয়। তারা সকলেই বিভিন্ন মামলার পলাতক আসামি। 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামিদের আটক করা হয়। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চলমান অভিযান অব্যাহত রয়েছে।