ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
ওসমানীনগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতবাড়ির সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ওই পরিবারের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের নুরপুর গ্রামের নেছাওর আলীর টিনশেডর বসতঘরে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নেছাওর আলী জানান, রাতে হঠাৎ করেই বিকটশব্দে বৈদ্যুতিক মিটারে আগুন লাগে। মুহূর্তেই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ঘরে থাকা আসবাবপত্র, গয়না, কাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে এককাপড়ে বেরিয়ে আসতে পেরেছি। এতে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য স্বপন আহমেদ বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের সব কিছুই শেষ হয়ে গেছে।
তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘণ্টাব্যপী কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
ইউডি/বিএ-০৩