নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন উপলক্ষে সশস্ত্র বাহিনীর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং সিএমএইচ সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় জালালাবাদ সেনানিবাসে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কামান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন। কর্মসূচিতে ১৭ পদাতিক ডিভিশনের উধ্র্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, বঙ্গবন্ধুর সোনারবাংলা বাস্তবায়নে মানুষের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এসএইচ/আরসি-১০