সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৭, ২০২১
০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০৫:৩৭ পূর্বাহ্ন
সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো বেকারি, ডেজার্ট এবং মাল্টি কুইজিন তৈরি বিষয়ক প্রায়োগিক কর্মশালা।
সিলেটের একটি অভিজাত হোটেলে শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন সিলেটের ১০০ জন নারী উদ্যোক্তা।
এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আরও বেশী আত্মনির্ভরশীল হবেন এবং এর ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে জানান আয়োজকরা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আই সি আই এর করপোরেট অ্যাক্সিকিউটিভ শেফ ড্যানিয়েল ডি গোমেজসহ অন্যান্যরা।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির এডিশনাল কমিশনার শফিকুল ইসলাম, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী।
শুক্রবার রাতে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তোলে দেন অনুষ্টানে উপস্থিত অতিথিরা।
আরসি-০১