নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২১
০৪:৫০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০৪:৫০ অপরাহ্ন
নগরায়ণে বদলে গেছে পরিবেশ, প্রাকৃতি। ক্রমশ ইট-পাথরের দালানকোঠা গ্রাস করছে যেন সবকিছু। গাছপালা কমছে, হারিয়ে যাচ্ছে খেলার মাঠগুলোও। পর্যাপ্ত বনভূমি না থাকায় জলবায়ূর পরিবর্তন হচ্ছে। ফলে কমছে পশু-পাখিও। ফলে এসবের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় যেন ছবি আর টেলিভিশনেই। এ প্রজন্মের শিশুরা বড় হচ্ছে দালানের ভেতর স্মার্টফোনকে সঙ্গী করে। বিকেলে শিশুরা এখন আর মাঠে ঘাম ঝরায় না। মগ্ন থাকে স্মার্টফোনে ভিডিও গেমসে। গাছপালা, পরিবেশ, প্রকৃতির সঙ্গে এ প্রজন্মকে সরাসরি পরিচয় করিয়ে দিতে ‘রাম্বেল ইন দ্য জাঙ্গাল’ শিরোনামে ব্যতিক্রমী কার্নিভাল শুরু হয়েছে সিলেট।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে নগরের সুবিদবাজারে ইউরো কিডস ক্যাম্পাসে এই কার্নিভালের উদ্বোধন করা হয়। পরিবেশকে মূল উপজিব্য করে শিশুদের জন্য আয়োজিত এই কার্নিভালের উদ্বোধন করেন দেশের খ্যাতিমান অভিনেত্রী ও মডেল তানভীন সুইটি।
‘রাম্বেল ইন দ্যা জাঙ্গাল’ কার্নিভালে পুরো ক্যাম্পাসকে বনের আদল দেওয়া হয়। বনের মধ্যে যেমন নানা পশুপাখি ঘুরাফেরা করে, ইউরো কিডস প্রাঙ্গণের কৃত্রিম বনেও তেমনি রাখা হয়েছিল অনেক পশুপাখি। কোরবানির ঈদে গরু আর ছাগলের দেখা মিলে। তবে ঘোড়া, ভেড়া, হাঁস এসব সাধারণত দেখা যায় না। তিতির পাখির নামই তো এই প্রজন্মের অনেকে শুনেনি। কৃত্রিম বনে এসবের দেখা পেয়েছিল কার্নিভালে অংশ নেওয়া শিশুরা।
শুধু তাই নয়। শিশুদের বিনোদনের অন্যতম মাধ্যম পাপেট শো (পুতুল নাচ) রাখা হয়েছে আয়োজনে। এ ইভেন্টেরও মূল ভাবনা রাখা হয়েছে বনভূমি ঘিরে। বন-জঙ্গলের আশেপাশে বসবাসরত মানুষেরা জীবিকা নির্বাহ করে বনের কাঠ কেটে। বনভূমি হ্রাসের পেছনে এটাও একটি অন্যতম কারণ। পাপেট শোর মাধ্যমে কাঠুরিয়াদের গাছ না কাটার আহŸান জানানো হয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য রিং গেম, ফেস পেইন্টিং, মাস্ক পেইন্টিংসহ বিভিন্ন ইভেন্টও রাখা হয়েছে।
ইউরো কিডস সিলেটের শিক্ষক রোহেনা দিপুর সঞ্চালনায় কার্নিভালের উদ্বোধনীপর্বে উপস্থিত ছিলেন রাইজ স্কুলের অধ্যক্ষ মার্ক অ্যাডওয়ার্ড, রয়েল অ্যাডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ইউরো কিডস সিলেটের প্রধান রুশিনা চৌধুরী, রাইস স্কুলের ভাইস প্রিন্সিপাল জিনাত মোস্তফা, সেকেন্ডারি ভাইস প্রিন্সিপাল শফিকুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উদ্বোধকের বক্তব্যে তানভীন সুইটি বলেন, ‘আমাদের দেশের প্রকৃতিতে ২৫ ভাগ বনভূমি থাকার কথা। সেখানে আছে মাত্র ১৬ ভাগ। ফলে প্রকৃতি থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এর প্রভাব পড়ছে শিশুদের ওপর। কারণ খোলা আকাশের নিচে শিশুরা শুধু ইট আর দালানকোঠাই দেখতে পায়। বায়না ধরলে মায়েরা হাতে ধরিয়ে দেন মোবাইল ফোন। এতে করে তাদের মানসিক বিকাশটাও ঠিকমতো হয় না। তাই অবসর সময় পেলেই বাচ্চাদের নিয়ে প্রকৃতির কাছাকাছি কোথাও ঘুরে আসা উচিৎ। এতে করে মানসিক প্রশান্তিও মিলবে।’
তিনি আরও বলেন, ‘প্রকৃতি থেকে দূরে সরে থাকা উদ্বেগের ও আশঙ্কার। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর জন্য আমাদের হারিয়ে যাওয়া প্রকৃতি ফিরিয়ে আনতে হবে। এজন্য সরকারও উদ্যোগী হয়েছে।’ মুজিব শতবর্ষে এক কোটি চারা রোপনের কথা বলেছেন প্রধানমন্ত্রী জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে তিনটি করে গাছের চারা রোপনের আহŸান জানানো হয়েছে। আমাদের প্রত্যেকের উচিৎ এই আহŸানে সাড়া দেওয়া। এতে করে পর্যাপ্ত বনভূমি তৈরিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’
এদিকে কার্নিভালের উদ্বোধনপর্ব শেষে ম্যাজিক শো’র আয়োজন করা হয়। এতে দারুণ সব জাদু প্রদর্শন করে উপস্থিতদের অবাক করে দেন যাদুশিল্পী নাজিম আহমেদ। ১০ টাকার নোটকে ২০০ টাকায় রূপান্তর করা, মুখ দিয়ে পান করা পানিকে কান দিয়ে বের করাসহ তার প্রদর্শিত বিভিন্ন জাদু মুগ্ধ করে শিশুদের।
ফাইয়াজ আহমেদ নামে এক শিশু নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘গরু দেখেছি, ঘোড়া দেখেছি। সঙ্গে একটা নাম না জানা হাসের মতো পাখিও দেখেছি। জঙ্গলের মতো মনে হয়েছে।’ ফাইয়াজের কথা শুনে মনে হয়েছে শিশুরা যেন প্রকৃতির খুব কাছে ফিরে গিয়েছিল।
কার্নিভালে আসা তানিয়া আক্তার নামে এক অভিভাবকের সঙ্গে কথা হলে সিলেট মিররকে তিনি বলেন, ‘বাচ্চাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাই। তবে প্রকৃতির কাছে সবসময় যেতে পারি না। প্রকৃতির কাছে গেলেও পশু-জীব এসব সাধারণত দেখতে পাই না। কৃত্রিম এই বনে এসব বাচ্চাদের খুব মুগ্ধ করবে। তাই তাকে দেখাতে নিয়ে এসেছি।’
ইউরোকিডসের পক্ষ থেকে জানানো হয়, শিশুরা প্রকৃতি থেকে অনেকদূরে। বন-জঙ্গল বিষয়ে তাদের বিস্তর কোনো ধারণা নেই। তারা পশুপাখি কিংবা জীবজন্তু শুধু বইয়ের পাতাতেই দেখতে পায়। তাই তাদেরকে প্রকৃতির কাছে নিয়ে যেতে আমাদের এই আয়োজন।
কার্নিভালের প্রথম দিনের দ্বিতীয়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ পর্বের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ। আজ শনিবার কার্নিভালের দ্বিতীয় ও শেষদিন।
আরসি-০৪