শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২১
০৫:১৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০৫:১৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবীর হোসেন বলেন, আমরা শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু করেছি। যারা জন্মসনদ, এনআইডি দিয়ে প্রথম ডোজ নিয়েছেন তারা সকলে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।
মেডিকেল প্রশাসক বলেন, আমরা আজকে ৬০০ জনকে দ্বিতীয় ভোজের টিকা দিতে পারব। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সকলকে টিকা দেওয়া হবে। যারা ২৭ অক্টোবরের মধ্যে টিকা নিয়েছেন তারা সকলে টিকা নিতে পারবেন।
এনএইচ/আরসি-০৬