ফের ভূমিকম্প, জনমনে আতঙ্ক

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৭, ২০২১
১০:১৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২১
১০:১৪ অপরাহ্ন



ফের ভূমিকম্প, জনমনে আতঙ্ক

বন্দর নগরী চট্টগ্রাম হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২৭ নভেম্বর) ৩টা ৪৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। তবে, শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি। 

রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলেও জানান জহিরুল ইসলাম।

আরসি-০৭