জৈন্তাপুরে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্টিত

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ২৮, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্টিত

সিলেটের জৈন্তাপুরে হেমু দাতব্য চিকিৎসালয়ের আয়োজনে ও ইবনে সিনা হাসপাতাল সিলেটের সার্বিক সহযোগিতায় ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে। আজ শনিবার (২৭ নভেম্বর) বেলা ২টায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ফ্রি খতনা ক্যাম্প উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।

অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির খাঁন, ডাক্তার আব্দুল মজিদ, কর্ণেল রুকন উদ্দিন আহমদ, ডাক্তার মোদাবির খান, মেজর অবসর আব্দুস ছালাম, সহকারী অধ্যাপক রেজা আহমদ, সহকারী অধ্যাপক আব্দুস সুবহান রাহিম ৷ 

ফ্রি খতনা ক্যাম্পে প্রায় শতাধিক শিশুর খতনা দেওয়া হয়। আগামী দিনেও হেমু দাতব্য চিকিৎসালয়ের আয়োজনে এই ক্যাম্প অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।