ওসমানীনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ২৮, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ওসমানীনগর থানার নবাগত এস এম মাইন উদ্দিন। 

শনিবার (২৭ নভেম্বর) বিকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, এর আগেও আমি আপনাদের সহযোগীতা পেয়ে ওসমানীনগর থানায় ওসি তদন্ত হিসাবে দায়িত্ব পালন করেছি। পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। এসময় ওসমানীনগরের সকল অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসি।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সভাপতি  জুবেল আহমদ সেকেল, বর্তমান সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ন সাধারন সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, সদস্য নুরুল ইসলাম রাফি, আনোয়ার হোসেন আনা, সিতু সূত্রধর, জয়নাল আবেদীন।

প্রসঙ্গত, ওসি এসএম মাঈন উদ্দিন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ওসমানীনগর থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসাবে যোগদান করে ২০২০ সালের ১৪ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বদলী হয়ে সুনামগঞ্জ সদর ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে দ্বায়িত্ব পালনের পর প্রমোশন পেয়ে গত ২২ নভেম্বর ওসমানীনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন তিনি।

ইউডি/বিএ-০৬