নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২১
০৬:২৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৮, ২০২১
০৬:২৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ আজ রবিবার (২৮ নভেম্বর)। চলমান দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।
শনিবার (২৭ নভেম্বর) বিকেলেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনী উপজেলা, ইউনিয়ন ও ভোটকেন্দ্রে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রায় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্রের মোড়কে বিএনপির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, তৃতীয় ধাপে বিভাগের ৯টি উপজেলার ৭৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৬টি ইউনিয়নে, সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে, মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলার ২৩টিতে এবং হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৪ অক্টোবর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরসি-০১