হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৮, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২১
০৮:২৮ অপরাহ্ন



হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

শনিবার হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাতেই লাইফ সাপোর্টে নেয়া হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুরুল ইসলাম জিহাদীর ছেলে। তিনি বলেন, শনিবার রাত ১টায় দিকে আব্বাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বি এন-০৩