এবার নদী সাঁতরে ভারতের নাগরিকের সিলেটে অনুপ্রবেশ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৮, ২০২১
০৯:০২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২১
০৯:০৩ অপরাহ্ন



এবার নদী সাঁতরে ভারতের নাগরিকের সিলেটে অনুপ্রবেশ

নদীতে সাঁতার কেটে অবৈধভাবে সিলেটে অনুপ্রবেশ করেও শেষ রক্ষা হলো না সিতারাম লাল চন্দ্র (৫০) নামে  এক ভারতের নাগরিকের। অবৈধ অনুপ্রবেশের দায়ে সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সিতারাম ভারতের ছত্রিশ প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রী শ্যামলাল চন্দ্র দাসের ছেলে।

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ সুরমা থানায় সহকারি উপপরিদর্শক (এএসআই) আমিনুর রহমান তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২৭ নভেম্বর) ভারতীয় নাগরিক সিতারামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক সিতারাম লাল চন্দ্র ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান ৫৩ দিন। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় একমাস পূর্বে নদী সাতার কেটে অবৈধভাবে সিলেটে এসে পৌঁছান। সিলেটে আসার পর রেলওয়েস্টেশনসহ বিভিন্নস্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ে।’  আটকের পর তার কাছে পাসপোর্ট কিংবা কোনো ধরণের বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে বলে তিনি জানান। 

এএফ/০১