নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন
সিলেটে পাসপোর্ট ও বিআরটিএ অফিস বেশি অভিযুক্ত বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার মো. জহুরুল হক।
দুদক আয়োজিত ‘গণশুনানি’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ রবিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
দুদক কমিশনার মো. জহুরুল হক বলেন, গণশুনানির মাধ্যমে দুদক সবাইকে সতর্ক করে দিচ্ছে যে, দুর্নীতি করলে এর প্রতিকার হয়। করোনার কারণে দুদকের গণশুনানি কার্যক্রম স্তিমিত থাকলেও এখন থেকে মাঝে-মধ্যেই গণশুনানির আয়োজন হবে। সিলেটে পাসপোর্ট অফিস, সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিসের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, সব দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে। তাহলেই এর সুফল মানুষ পাবে।
গণশুনানিতে সিটি কর্পোরেশন, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ওসমানী হাসপাতালসহ সিলেটের ৩২টি অফিসকে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
এ সময় বিভিন্ন অফিসের ৫৩ জন সেবাগ্রহিতা দুদক কমিশনার বরাবরে সংশ্লিষ্ট অফিসের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরেন। একই সাথে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ অভিযোগের প্রেক্ষিতে তাদের বক্তব্য প্রদান করেন।
শুনানিতে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয় দুদক।
আরসি-০৯