জৈন্তাপুরে চেয়ারম্যানপদে নৌকার ২ , স্বতন্ত্র ৩

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২১
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন



জৈন্তাপুরে চেয়ারম্যানপদে নৌকার ২ , স্বতন্ত্র ৩

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার ২ প্রার্থী এবং বিএনপি, জাসদ ও জাতীয় পার্টির একজন করে স্বতন্ত্রপ্রার্থী চেয়ারম্যানপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল জানা গেছে। 

বেসরকারি ফলাফল অনুযায়ী উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী ফখরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন৷

উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নে জাসদ সমর্থিত দুটি পাতা প্রতীকের প্রার্থী সুলতান করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৷

৪নং দরবস্ত ইউনিয়নে বিএনপির স্বতন্ত্রপ্রার্থী আনারস প্রতীকের বাহারুল আলম বাহার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৷ 

৫ নং ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৷

৬ নং চিকনাগুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যানপদে নির্বাচিত হয়েছেন ৷


আরকেএস-০১/এএফ-০৪