গোলাপগঞ্জে পরমাণু বিজ্ঞানী ড.মইনের মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২১
০২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে পরমাণু বিজ্ঞানী ড.মইনের মতবিনিময়

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক, অষ্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক বিজ্ঞানী ড. মইন উদ্দিনের সঙ্গে গোলাপগঞ্জ উপজেলায় বিশিষ্টজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ নভেম্বর) বেলা ২টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. মইন উদ্দিন বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য অনুদান প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি ডা. রঞ্জিত কুমার দে ।

স্কুলের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বশর ছদোরুল্লাহ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব মছন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্কুলের পরিচালনা কমিটির সদস্য মজির উদ্দিন চাকলাদার,  উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, বিশিষ্টজন আব্দুস শহীদ খান জিলা, আফতার হোসেন লাল, আনোয়ার হোসেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল জলিল, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, খছরু আহমদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সাবেক সদস্য শেখ কামরুজ্জামান কামরুল, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ার শাহজাহান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক বিধান পাল, সাবেক ইউপি সদস্য ফজলু আহমদ, সমাজসেবক কামাল পারভেজ । 

এফএমএ-০১/এএফ-০৫