সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৯, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন
গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা হয়েছে।
আজ রবিবার (২৮ নভেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
মামলার বাদী আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান। তার পক্ষে গাজীপুর জজ কোর্টের আইজীবী মো. নুর নবী সরদার রেববার বিকেলে ওই আদালতে মামলাটি রজু করেছেন।
আইজীবী মো. নুর নবী সরদার জানান, আদালতের বিচারক মামলা আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
আরসি-১৪