কুলাউড়ায় নতুনদের জয়জয়কার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৮, ২০২১
১০:৪৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন



কুলাউড়ায় নতুনদের জয়জয়কার
১১ চেয়ারম্যান প্রার্থীর প্রথম বিজয়ী

কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুসারে ৭টি ইউনিয়নে নৌকা, ৪টি ইউনিয়নে নৌকা বিদ্রোহী এবং ১টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন বরমচাল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী খোরশেদ আলম খান সুইট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন খসরু। ভুকশিমইল ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান মনির বিজয়ী হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার মইনুল ইসলাম সোহাগ। ভাটেরা ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকার বিদ্রোহী একেএম নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার জুবায়ের আলম সিদ্দিকী সেলিম।

জয়চন্ডী ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার আব্দুর রব মাহবুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত কমর উদ্দিন আহমদ কমরু। ব্রাহ্মণবাজারে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মমদুদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মইনুল ইসলাম খান।

কাদিপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী জাফর আহমদ গিলমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ছালাম। কুলাউড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মোসাদ্দেক আহমদ নোমান।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত জুবের আহমদ খান।

রাউৎগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার আকবর আলী সোহাগ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত আব্দুল জলিল জামাল। টিলাগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মো. আব্দুল মালিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা বিদ্রোহী আব্দুল মালিক।

হাজিপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী ওদুদ বখস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত আব্দুল বাছিত বাচ্চু। শরীফপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা বিদ্রোহী খলিলুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রাথী জুনাব আলী।

পৃথিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান ফুল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নবাব আলী বাখর খান। কর্মধা ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা বিদ্রোহী মুহিবুল ইসলাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার এমএ রহমান আতিক।

জেএইচ/আরসি-১৬