রাজনগরে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, সুযোগ আছে আপিলের

রাজনগর প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২১
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০৯:১৪ অপরাহ্ন



রাজনগরে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, সুযোগ আছে আপিলের

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাচন কর্মকর্তা।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাজনগরে ৪০ জন চেয়ারম্যান পদপ্রার্থীসহ মোট ৪৬২ জনের মনোনয়ন দাখিল হয়েছিল। সোমবার ২৯ নভেম্বর ছিল মনোনয়ন যাচাই-বাছাই করার শেষ দিন। সব ঠিক থাকলেও উপজেলার টেংরা ইউনিয়ন ও ৭ কামারচাক ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন টেংরা ইউনিয়নের আকমল হোসেন ও কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিম।

নির্বাচন কর্মকর্তা জানান টেংরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আকমল হোসেন একজনের লোনের গ্রান্টার ছিলেন তাই উনারটা বাতিল হয়েছে তবে আপিলের সুযোগ আছে। আর কামারচাক ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে দুই জন দাবী করলে আমরা মনোনয়ন গ্রহণ করি তবে যাচাই বাচাইয়ে আজ আমাদের জেলা অফিস থেকে জানানো হয় সাংগঠনিক ভাবে নৌকা দেওয়া হয়েছে আতাউর রহমানকে, তাই নজমুল হক সেলিমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এসএফ/আরসি-০৯