দাবি মানলেন বাস মালিকরা, বুধবার থেকে হাফ ভাড়া কার্যকর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ৩০, ২০২১
১২:১৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২১
০১:৫৩ অপরাহ্ন



দাবি মানলেন বাস মালিকরা, বুধবার থেকে হাফ ভাড়া কার্যকর

আন্দোলনের মুখে রাজধানীর বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সংবাদ সম্মেল থেকে এ তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রদের বাসে হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। হাফ ভাড়া প্রদানের সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে।

এছাগাও সরকারি ছুটির দিন, সপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমী ছুটি ও অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর থাকবে না। এই সিদ্ধান্ত শুধু ঢাকা মেট্টো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না।

আরএম/০৩