জকিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
জকিগঞ্জ গালর্স হাইস্কুলের সভাপতি আবারও নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড তাঁকে আবারও এ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি মনোনীত করে। কমিটিতে পদাধিকার বলে প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন দিলাল আহমদ, অভিভাবক প্রতিনিধি শামিম আহমদ।
গত ২৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক মো. ময়নুল ইসলাম একপত্রে এ কমিটি অনুমোদন করেন। পত্রে উল্লেখ করা হয়, অনুমোদিত এ কমিটি আগামি ৬ মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
এদিকে, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ সভাপতি নির্বাচিত হয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য এরআগে একবার নির্বাচনে ফারুক আহমদ এ স্কুলের সভাপতি নির্বাচিত হন। পরে আবার শিক্ষাবোর্ড তাঁকে সভাপতি নির্বাচিত করে এডহক কমিটি অনুমোদন করেন।
ওএফ/বিএ-০৩