সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০১, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, থিয়েটার ও ব্যান্ডের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ক্লাব কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কালচারাল ক্লাব, রোটারেক্ট ক্লাব, ‘ল’ স্টুডেন্ট ফোরাম, সিএসই সোসাইটি, ইংলিশ কাউন্সিল, বিজনেস ক্লাব, সোস্যাল সার্ভিস ক্লাব, ফটোগ্রাফী ক্লাব, ট্যুারিস্ট ক্লাব, ব্যান্ড কসমিক-রে এর উপদেষ্ঠা, সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।
সভায় ক্লাব সমূহের উপদেষ্ঠা, সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বর্তমান করোনার বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু এবং ক্লাবসমূহের কার্যক্রম চালু জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তিনি বলেন, ‘মূল লক্ষ্য পড়াশুনা প্রতি আন্তরিক থেকে বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখে মেধার বিকাশে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এএফ/০৮