গোলাপগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‌‌‘অপুষ্টি চক্র প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচী’ প্রতিপাদ্যকে সামনে রেখে সূচনা প্রকল্পের পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার এনামুল হক, উপজেলা সূচনা প্রকল্পের গভারনেন্স কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সেলিম রেজা প্রমুখ। 

সভায় গোলাপগঞ্জ উপজেলায় সূচনা প্রকল্পের মা ও শিশুর পুষ্টি উন্নয়নসহ যে কাজগুলো করছে সেগুলা নিয়ে আলোচনা করা হয়।

এফএম/বিএ-০৪