নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০১, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন
খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি থাকবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যতদিন খালেদা জিয়ার মুক্তি না হয়। যতক্ষণ বাংলাদেশের মানুষ তার মুক্তির স্বাদ না পায়, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে না পায় ততদিন আন্দোলন চলতে থাকবে।’ তিনি যুবকদের আন্দোলনে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ এই যুদ্ধে জিততে হলে সুশৃৃঙ্খলভাবে এদের পরাজিত করতে হবে। ভয়কে জয় করতে হবে।’
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে বিভাগীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখানে অনেকে বলেছেন বিভাগীয় সমাবেশের মাধ্যমে সমাধান হবে না। আমিও একমত। এই বিভাগীয় সমাবেশের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, আমরা যে আন্দোলনে নেমেছি, কেউ আর বাড়ি ফিরে যাচ্ছি না।’ আন্দোলনের যে ধারা শুরু হয়েছে তা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘সেই মন মানসিকতা নিয়ে আমাদের আগামীদিনের প্রস্তুতি নিতে হবে।’
বিভাগীয় সমাবেশের পরে আরও কর্মসূচি আছে জানিয়ে তিনি বলেন, ‘এরপরে একটি দিনও যাবে না আমাদের কর্মসূচি ব্যতিত। প্রতিটি দিন কর্মসূচি থাকবে যতদিন খালেদা জিয়ার মুক্তি না হয়। যতক্ষণ বাংলাদেশের মানুষ তার মুক্তির স্বাদ না পায়, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে না পায়। বাংলাদেশের মানুষ স্বৈরাচারমুক্ত না হয় ততদিন পর্যন্ত প্রতিটি এলাকায় আন্দোলন চলতে থাকবে।’
বয়স অনুযায়ী সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুরব্বিদের জন্য অনুরোধ আপনারা পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে দোয়া করেন।’ নারী যারা বিশেষ করে মহিলা দলের নেতাকর্মীদের বলতে চাই, ‘আপনারা পাড়ায় পাড়ায় অনশন করুন। বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করতে হবে, মহিলাদের সম্পৃক্ত করতে হবে। অনেক মহিলা আছেন যারা ঘরে ঘরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন তাদের সম্পৃক্ত করতে হবে।’ যুবকদেরও যুদ্ধের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন এদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব না।’ সরকার খালেদা জিয়াকে হত্যা করতে তার মুক্তি দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আইনী বাধা নয়, খালেদা জিয়ার সুচিকিতসায় সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা। তাকে সরাতে হবে। না হলে দেশ ও খালেদা জিয়াকে বাঁচানো যাবে না।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এনামুল হক, তাহসীনা রুশদীর লুনা, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ দলের কেন্দ্রিয় ও সিলেট জেলাসহ বিভাগের অন্য জেলার নেতারা।
এই সমাবেশ উপলক্ষ্যে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রেজিস্টারি মাঠে হাজির হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। পুলিশও ছিলো সতর্ক অবস্থানে।
এএফ/০৮