মাহবুবুর রশিদ, কানাইঘাট
ডিসেম্বর ০১, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি এ-উপজেলার ৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে একাধিক আগ্রহী প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই তরুণ এবং নতুন মুখ। তারা বিলবোর্ড দিয়ে নিজেদের আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন বিভিন্ন ওয়াজ-মাহফিল, সভা, সেমিনার, খেলার মাঠে গিয়ে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পর থেকে অন্যান্য দলের প্রার্থীরা নীরব থাকলেও শুরু থেকে নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা। তাঁরা নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে উঠান বৈঠক, মতবিনিময়ের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সবমিলিয়ে নৌকার মনোনয়ন পেতে আওয়ামী লীগের অর্ধশতাধিক প্রার্থী মাঠে তৎপর রয়েছেন।
১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বর্তমান ইউপি সদস্য তমিজ উদ্দিন, বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণকারী আলা উদ্দিন মড়াই, সাবেক ছাত্র নেতা ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নাজিম উদ্দিন।
২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জেমস লিও ফারগুশন নানকা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রী রিংকু চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আলিম উদ্দিন, সিলেট বারের আইনীজীবি অ্যাডভোকেট হারিছ আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী আনোয়ারুল হক।
৩ নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, প্রবাসী আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন চৌধুরী।
৪ নম্বর সাতবাঁক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান, ইউপি আওয়ামী লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য আব্দুন নূর, আওয়ামী লীগ নেতা আলী হোসেন।
৫ নম্বর বড়তুল ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাকারিয়া আলম জামিল।
৬ নম্বর কানাইঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল হেকিম শামীম, বিগত ইউপি নির্বাচনের নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউপি আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মামুন আহমদ, সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা এনামুল হক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আহমেদুল কবির মান্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
৭ নম্বর দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন রশিদ, সাবেক ছাত্রনেতা আখলাকুল আম্বিয়া, সাবেক ছাত্রনেতা বাবুল রানা।
৮ নম্বর ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বিগত ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জালাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা সায়েম আহমদ, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, শিব্বির আহমদ ওসমানী।
৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সভাপতি বিলাল আহমদ, ইউপি আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা সাংবাদিক আলী আকবর চৌধুরী কুহিনুর, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সাগর, আওয়ামী লীগ নেতা সুহেল রানা।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাটে বেশ কয়েকটি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলার ৯ টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী যাকে মনোনীত করা হবে তার পক্ষে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেতে চান আমাদের দলের অনেক নেতা। যারা নৌকা প্রতীক চেয়েছেন আজ মঙ্গলবার কাউন্সিল ভোটের মাধ্যমে তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। যারা দলীয় মনোনয়ন না পেয়ে দলের মধ্যে বিরোধিতা করবেন তাদের ব্যাপারে আওয়ামী লীগ কঠোর ব্যবস্থা নেবে।’
এমআর/বিএ-০৬