হাসান নাঈম, শাবিপ্রবি
ডিসেম্বর ০১, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
০৪:১৫ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নানানমুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গত সোমবার দুপুরে সিলেট মিরর-এর সঙ্গে একান্ত আলাপকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের টং দোকান উঠিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমরা টং দোকান উঠিয়ে দেইনি এবং এ ব্যাপারে বর্তমানে কোনো নিষেধাজ্ঞাও নেই। করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। এর ফলে অধিকাংশ টং ধ্বসে গেছে। তাই এগুলো সরিয়ে নেওয়া হয়েছে।’
‘শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে শাবিপ্রবি প্রসাশন বদ্ধ পরিকর। পাশাপাশি শিক্ষার্থীদের খাবারের জায়গা যাতে অপ্রতুল না হয় সে বিষয়ে লক্ষ রাখা হচ্ছে। ক্যাম্পাসে সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে সেন্ট্রাল ক্যাফেটেরিয়াসহ তিনটি ফুডকোর্ট এবং হ্যান্ডবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায় তিনটি খাবারের দোকান চালু করা হয়েছে। কর্মচারীদের জন্য স্বল্প পরিসরে একটি স্টাফ ক্যান্টিন চালু করা হয়েছে। দু’একদিনের মধ্যে আইআইসিটি ক্যাফেটেরিয়া খুলে দেওয়া হবে।’- বলেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘এছাড়াও চলতি বছরের শীতের ছুটির মধ্যে বর্তমানে অবস্থিত ফুড কোর্টের পাশে দৃষ্টিনন্দন আরও তিনটি ফুড কোর্ট করা হবে। যেগুলো পূর্বের তুলনায় বড় হবে এবং এগুলোতে শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে।’
মশার উপদ্রব নিরসনে প্রশাসনের কোনো উদ্যেগ আছে কি না জানতে চাইলে উপাচার্য বলেন, ‘মশার উপদ্রব নিরসনে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মশার জন্য শিক্ষার্থীদের সমস্যা যেন না হয়, সে জন্য আমরা হলের আশে পাশের নালা, ডোবা, ঝোপ-জঙ্গল পরিষ্কার করেছি। চারটি ফগার মেশিনের সাহায্যে প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক বিল্ডিং এবং আবাসিক হলের চারপাশে মশা নিরোধক ঔষধ ছিটানো হচ্ছে। আশা করছি খুব দ্রæতই এই সমস্যার সমাধান হবে।’
ছেলেদের আবাসিক হলের মসজিদে নামাজের জায়গা সংকট নিয়ে উপাচার্য বলেন, ‘স্বল্পতম সময়ের মধ্যে শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে ১৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন চারতলা হল মসজিদ তৈরির কাজ শুরু করা হবে। মসজিদ নির্মাণ শুরু করার বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে প্রক্রিয়াধীন রয়েছে। মসজিদ নির্মাণের পূর্ব পর্যন্ত যাতে শিক্ষার্থীদের নামাজ পড়ায় সমস্যা না হয়, সেজন্য হল মসজিদের জন্য নামাজের ম্যাটসহ কিছু সামগ্রী কিনে দেওয়া হয়েছে।’
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব যে কোনো বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এইচএন/বিএ-০৭