জামালপুর এসোসিয়েশনের সভাপতি হালিম, সম্পাদক কামরান

শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২১
০৪:১৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
০৪:১৯ পূর্বাহ্ন



জামালপুর এসোসিয়েশনের সভাপতি হালিম, সম্পাদক কামরান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যায়নরত জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর এসোসিয়েশন সাস্ট'এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল হালিমকে সভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের মো. কামরান হাসান রাজনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি খাইরুল ইসলাম, মারুফ হাসা, ফাহমিদা রিমি, আবু-আল বাশার জীম, জোহায়েব ওয়াসিম জিহাদ, নাহিদ হাসান শাওন, রাশেদ আহমেদ খান , রাশেদ মাহমুদ, মাহমুদুল হাসান মামুন, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খান, জাকারিয়া ফারাজী, নূরনবী ইসলাম, তারিকুল ইসলাম সেজান, শারমিনা আক্তার প্রিয়া, শওকত রায়হান, ইসতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, ইসতিয়াক দিনার, আবু সামা, ফারিহা চেীধুরী, আল হোসাইন রিফাত, ইয়াসিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক রব্বানী মন্ডল, মাসুদুজ্জামান খান নূর, আব্দুস সাত্তার নয়ন, মাইশা ফারিয়া দিয়া, রুবেল হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম আকাশ, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদেীস জেরিন, আবু তালহা সাকিব, প্রচার সম্পাদক মেহেদী হাসান নিলয়, উপ-প্রচার সম্পাদক অংকন দেব, আরিফুল ইসলাম, অর্থ-সম্পাদক এনায়েতউল্লাহ, উপ-অর্থ সম্পাদক সুমন ইসলাম, কানিজ ফাতেমা শিমু, জারিন তান্নি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফুল ইসলাম, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনিন্দ্য সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, নাঈম ইসলাম, উপ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সত্যজিত দাস শুদ্ধ, হারুন-অর-রশিদ, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফেরদৌসি রহমান, উপ- গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রওজান ফেরদৌস প্রভা, ছাত্রী বিষয়ক সম্পাদক শাকিলা শারমিন, শাহমুদা সেতু, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক বৃষ্টি দত্ত, সানজিদা সুমি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সুমন ইসলাম, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন সিয়াম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মালিহা বর্ষা, উপ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ফুয়াদ, ত্রান,দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক রায়হান কবির শুভ, উপ- ত্রান, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক ইনজামাম লাবিব, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক মো: আজম, উপ- অ্যাপায়ন বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, কার্যকরী সদস্য মমিনুল ইসলাম, জীবন কুমার দেব, আজম ইসলাম, সুমাইয়া জান্নাত, ফারহানা স্নিদ্ধা, তাসনিয়া তাহসিন,রেদোয়ান ইসলাম রুমেল, সেলিম মিয়া, রাশেদ রাফি, আল ইমরান, রাফিয়ান রহমান, নয়ন রানা।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের  অধ্যাপক  ড. মোহাম্মদ শাহিদুর রহমান,  আইপিই বিভাগের  অধ্যাপক  ড.আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দাস এবং আসিসটেন্স মেইনটেন্স ইঞ্জিনিয়ার রেজাউল করিম পুলক প্রমুখ।