জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২১
১০:০৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
১০:২২ অপরাহ্ন



জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় মহিষ আটক

সিলেটের জৈন্তাপুরের ১৯ বিজিবি জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের অভিযানে নিজপাট কমলাবাড়ী এলাকা হতে ১০টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

 এলাকাবাসী ও বিজিবি জৈন্তাক্যাম্প কমান্ডার সূত্রে জানা যায়, বুধবার (১ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৭ টায় জৈন্তাপুর উপজেলা সীমান্তের কমলাবাড়ী ও টিপরাখলা এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় মহিষ আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার কমলাবাড়ী, গোয়াবাড়ী, টিপলাখলা, ফুলবাড়ী, মরিছমারা এলাকা দিয়ে অবাধে ভারতীয় গরু মহিষ সহ নানা সমাগ্রী প্রবেশ করলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

বিষয়টি ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এলাকাবাসী অবহিত করেছে। এরপরও কোন কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট বাহিনীর পরিচয় দিয়ে একটি চক্র এসকল ভারতীয় গরু মহিষ ও পণ্য হতে টাকা আদায় করলেও নিরবতা পালন করছে সংশ্লিষ্টরা।

এলাকাবাসীর অভিযোগ, তাদের ক্ষেতের ফসল ধান সহ সবজি নষ্ট হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া তারা বিজিবির অভিযান একটি আইওয়াশ বলে দাবী করেন । 

এবিষয়ে জানতে ১৯ বিজিবি’র জৈন্তাপুর রাজাবাড়ী ক্যাম্প কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, সকালে অভিযান পরিচালনা করে ১০টি মহিষ আটক করে ক্যাম্পে রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে কাস্টম কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে। মহিষগুলো ক্যাম্পের হেফাজতে রয়েছে। 

আর কে/বি এন-০৯