কানাইঘাটে কমিউনিটি সেন্টারে জোড়া লাশ! এলাকায় চাঞ্চল্যে

কানাইঘাট প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২১
১১:২৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২১
১১:৩১ অপরাহ্ন



কানাইঘাটে কমিউনিটি সেন্টারে জোড়া লাশ! এলাকায় চাঞ্চল্যে

আনন্দ কমিউনিটি সেন্টার। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আজ সেখানে হৈ-হুল্লুড় আর আনন্দধারাই বয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার চিত্র ঠিক উল্টো। কমিউনিটি সেন্টারের একটি কক্ষ থেকে আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে নারী বাবুর্চিসহ দুইজনের লাশ এবং আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধারের ঘটনা বদলে দিয়েছে স্বাভাবিক চিত্র। 

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার নয়াগ্রামের মৃত রহমত উল্লাহ’র ছেলে সুহেল আহমদ (৩৪) ও ওসমানীনগর উপজেলার তাহিরপুর গ্রামের মৃত আকল আলীর মেয়ে সালমা বেগম (৩৫) । অসুস্থ বাবুর্চি হলেন কানাইঘাট উপজেলার ব্রাহ্মণগ্রামের বিলাল উদ্দিন আজিম (২৬)।

জানা গেছে, কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী বাজারের আনন্দ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের জন্য আগেরদিন মঙ্গলবার রাতে রান্নার কাজ করেন সালমা বেগমসহ তার সহকর্মীরা। রাতে কাজ শেষে কমিউনিটি সেন্টারেরই একটি কক্ষে ঘুমাতে যান তারা। কিন্তু সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কক্ষ থেকে তিন জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের সালমা সুহেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ আজিমকে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্য বাড়ছে জোড়া লাশ উদ্ধার নিয়ে।

লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।

এদিকে, নিহত সুহেলের স্বজনরা দাবি করছেন- মুখে বিষ ঢেলে হত্যা করা হতে পারে।

অপরদিকে, পুলিশ ধারণা করছে- ছোট একটি রুমে তিনজন লাকড়ি ও মশার কয়েল জ্বালিয়ে শুয়ে থাকার কারণে ধুয়ায় অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ঘুমের মধ্যে মারা যেতে পারেন।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন, ‘কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- যে কক্ষে তারা শুয়েছিলেন তা ছোট ছিল। যার কারণে ধোয়া বের হতে পারেনি ঠিকমতো। তাই অক্সিজেনের অভাবে সুহেল আহমদ ও সালমা বেগমের মৃত্যু হতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এএফ/০৩