কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০২, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০২, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ২টায় কলেজ মিলনায়তনে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়।
শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
সহকারী শিক্ষক সোহরাব আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আনর আলী, সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও মো. ইমান উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষিকা তাসলিমা বেগম, প্রভাষক রাজি বিল্লাহ, সহকারী শিক্ষক তুফাজ্জল হোসেন, নুর আলী, আজিজুল হক, মুনিরুল ইসলাম, ইশারত আলী, কামরুল হুদা, রাসেল আহমেদ, সহকারী শিক্ষিকা রত্না বেগম, অফিস সহকারী নুর মোহাম্মদ প্রমুখ।
২০২১ খ্রিষ্টাব্দে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৭৭ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের শুভকামনা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভা শেষ করা হয়।
এমকেএ/বিএ-০৩