জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ০২, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০২, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন
জৈন্তাপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাত ৮টায় হরিপুর গ্রামবাসীর আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। হরিপুরের দি চাইল্ড কেয়ার মর্নিং স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও নুরুল ইসলাম এবং কাওছার আহমদের যৌথ পরিচালানয় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের সদস্য মহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।
সংবর্ধিত অতিথিরা হলেন, জৈন্তাপুর উপজেলার ৫ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. রফিক আহমদ, মো. ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, মো. বাহারুল আলম বাহার, মো. কামরুজ্জামান চৌধুরী এবং গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহ আলাম, হানিফ মোহাম্মদ, জাকারিয়া মাহমুদ, আনোয়ার হোসেন, আলা উদ্দিন প্রমুখ।
হরিপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাদের হতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আরকে/বিএ-০৬